বারাণসীর রহস্য সন্ধানে

Aditi Jindal

Last updated: Sep 24, 2019

Author Recommends

Trivia

Did you know that as per Hindu mythology, if a soul's last rites are performed in Varanasi, it attains moksha? Find out more about this sacred land.

See

The Manikarnika Ghat in Varanasi, where death is celebrated and where hundreds of funerals are held on wooden pyres everyday.

বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং বিশ্ববিখ্যাত ধর্মীয় শহর বারাণসী প্রত্যেক ভারতবাসী এবং ভারতযাত্রীর অবশ্য দ্রষ্টব্য। 12 বছর আগে আমার বারাণসী ভ্রমণের পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছিল ইণ্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ডিলে করাতে। আমি ভারতের এই ধর্মীয় শহরটিকে দেখার এবং গঙ্গায় নৌকাযাত্রার অনেক কল্পনা করেছি এবং এর অলৌকিকতায় বিস্মিত হযেছি বার বার। অবশেষে আমার সে স্বপ্ন পূরন হল এক বছর আগে। খাজুরাহো ভ্রমণের পর একরাশ প্রত্যাশা এবং উদ্দীপনা নিয়ে হাজির হলাম বারাণসীতে।

ইতিহাসের জাদু

এই ভারতীয় শহরটির ব্যাপারে আমার রোম্যাণ্টিক ধারণা খুব শীঘ্রই বদলে গেল এখানকার চিত্‍কার চেঁচামেচি, ট্রাফিকের ভিড়ভাট্টার মধ্যে পড়ে আর নাকের মধ্যে ধুলো ঢুকে গিয়ে; ইন্দ্রিয়ের ওপর আক্রমণের কিছু কম নয়। তারপর আমরা গঙ্গার কাছাকাছি পৌঁছালাম এবং আমাদের বাহনটি বিকট আওয়াজ করে থামল। এই পুরোনো শহরে এখান থেকে আর মোটর গাড়ি যায় না, এবার পায়ে হেঁটে যেতে হল।

varanasi-ghat-temple-ghat-manikarnika
Dead Bodies burning at the Manikarnika Ghat | Photo Credit: Arian Zweger/Flickr
 

মেন রোড ছেড়ে সরু গলির মধ্যে দিয়ে ঢুকতেই আমি আমার প্রত্যাশিত রহস্য এবং ভুলভুলাইয়ার সন্ধান পেলাম এবং এই প্রাচীন শহর যেন জীবন্ত হয়ে উঠল। আমি যেন কয়েক শতক আগে এই বিস্তীর্ণ গঙ্গার ধার বেয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়া ভূতেদের অস্তিত্ব টের পাচ্ছিলাম। দোকানদাররা চিত্‍কার করে উঠল তাদের জিনিসপত্র আমাকে বেচার জন্য, বিশ্ববিখ্যাত বেনারসী সিল্ক থেকে নমকীন – সব কিছুই বিক্রি হচ্ছে এই সরু গলিতে।

varanasi-ghat-temple-ghat-dead-body
Dead Body taken to River Ganga for a Holy Dip | Photo Credit: Michal Huniewicz/Flickr

 

ধর্ম-পরিবেষ্টন

অবশেষে এই পবিত্র নদীর এক ঝলক দেখতে পেলাম, যার জন্য আমার এখানে আসা। বিস্তীর্ণ সশক্ত গঙ্গা বয়ে চলেছে সগর্বে। ঘাটে লাইন দিয়ে দাঁড়িয়ে শয়ে শয়ে লোক, ধর্মীয় আচার-আচরণে ব্যস্ত এবং এই জাদুগরী জায়গার সৌন্দর্যকে উপভোগ করছেন।

গঙ্গার তীর থেকে দূরে, রাস্তাঘাটের মাঝে রয়েছে শংকটমোচন হনুমান মন্দির, যেখানে প্রতি বছর হাজার হাজার লোক আসেন ভগবান রাম এবং হনুমানকে শ্রদ্ধা জানাতে। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত অনুষ্ঠান হল শংকটমোচন সঙ্গীত। ভারতীয় সঙ্গীতের এই অনুষ্ঠানটি চলছে প্রায় 100 বছর এবং এটি এখন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতশিল্পী এবং নৃত্যশিল্পীদের ক্রিম দে লা ক্রিম-এর আকর্ষণ। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানটি এবছর চলবে 29 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত এবং উদ্‍যাপিত হবে ভগবান হনুমানের জন্মোত্‍সব।

varanasi-ghat-temple-ghat-dead-body-temple
Manikarnika Ghat at the time of Dusk | Photo Credit: Honza Soukup /Flickr
 

ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি ভারতীয় সঙ্গীতেরই উ‍ত্সব বলা যায়, হনুমান সঙ্গীতের কত বড় পৃষ্ঠপোষক ছিলেন, তারই প্রতীক এই উত্‍সব। এই অনুষ্ঠানে সারা পৃথিবী থেকে বিখ্যাত সব সঙ্গীতশিল্পীরা স্বেচ্ছায় এই উত্‍সবে অংশগ্রহণ করেন এবং হনুমানের বিজয়যাত্রা-সূচক অনুষ্ঠানও হয় এখানে। ভারতীয় এই ধর্মীয় অনুষ্ঠানটি ইতিহাস, লোককথা এবং শিল্পসংস্কৃতির ক্ষেত্রে প্রসিদ্ধ। সবকিছু একসাথে মিলে বারাণসীকে আরও সুন্দর করে তোলে।

আমি আবার বারাণসীতে ফিরে এসেছি অস্ট্রেলিয়া থেকে ভারতযাত্রী এক বান্ধবীকে দেখাতে। উত্তর ভারত ভ্রমণে তার সমস্ত অভিজ্ঞতা বারাণসীতেই যেন একত্রিত – ভিড়ে ভরা রাস্তাঘাট থেকে শুরু করে স্টেশন, নীচে নদীতে গঙ্গা পর্যন্ত ছোট ছোট গলিতে রাস্তা হারিয়ে ফেলা সব কিছু মিলে। এই হল সব গৌরব-কথায় ভারতবর্ষ, হাজার বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এবং থাকবে আরও হাজার বছর।

Book Your Flight to Varanasi Here!

পৌঁছে যেতে চান প্রাচীনকালে? বারাণসীর ফ্লাইট এবং ট্রেনের সুবিধা রয়েছে আমাদের কাছে।