ভারতে রোমাঞ্চকর ভ্রমণ – বয়সের কোন বাধা নেই!

Rachita Verma

Last updated: Jul 17, 2017

Author Recommends

Do

Uttrakhand: Trek to the Valley of Flowers
J&K: Adventure enthusiasts should try the famous Chadar Trek
Sikkim: Take a cycling tour of the Indian North East

See

Jaipur: Experience the royalty at Amber Fort, Jal Mahal, Hawa Mahala and so many others
Bhutan: Explore nature, visit monasteries and take in the beauty of quaintness of Bhutan

Click

Jaipur: A selfie as you float with the clouds on a hot air balloon
Bhutan: You and the beauty of nature all around you

Want To Go ? 
   

অনেকে বলেন বুড়ো হয়ে যাওয়ার অনেক ঝামেলা – আর তাই অবিশ্বাস্যকর রোমহর্ষক সব অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকেন। এঁরা স্বভাবতঃই জোরালো মাথা নেড়ে বলবেন “সাইটসিইং-এর মত সহজ সমাধান থাকতে কেন শুধু শুধু ঝুঁকি নিতে যাবেন?” আমি অন্য কথা বলি! জীবনটাকে উপভোগ করতে হবে, প্রতিটা অ্যাডভেঞ্চার আপনার বয়স কমিয়ে আনবে। বয়স কেন বাধা হয়ে দাঁড়বে? আসুন ভারতের সব বয়সের লোকদের জন্য উপযুক্ত অ্যাডভেঞ্চার এবং অ্যাক্টিভিটিগুলিতে অংশ নিই!

হট এয়ার বেলুনে চড়া – ওপরে, ওপরে আরও ওপরে!

adventure travel in india
Soaring high above in a hot-air balloon

 

অদ্ভূত সুন্দর সব পাহাড়ে ঘেরা জয়পুর অনেক দিন থেকেই ভারতের একটি অবশ্য-ভ্রমণযোগ্য জায়গা বলে বিবেচিত হয়ে আসছে, এখানে হট এয়ার বেলুন রাইডের জন্য অসাধারণ দৃশ্যপটও রয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মত দৃশ্য, আকাশে উঠে গেলে আমের ফোর্ট, জল মহল এবং আরও অন্যান্য ছবির মত সুন্দর আকর্ষণীয় জিনিসগুলি সব ছোট ছোট বিন্দুর মত দেখায়। নীরবতার খামে মোড়া, মাঝে মাঝে মৃদুমন্দ হাওয়া – সব মিলিয়ে জয়পুরের স্কাই ওয়াল্টজ হট-এয়ার বেলুন রাইড রোমাঞ্চকর এবং একই সঙ্গে অদ্ভূতভাবে শান্তিরও বটে।

ট্রেকিং – নতুন নতুন উচ্চতায় আরোরণ

adventure travel in india
​ A mighty adventure - trekking on Indian soil

 

এক্সারসাইজ করলে চাপ কমে বলে অনেকেই জানেন এবং মানেনও, কিন্তু একসঙ্গে অ্যাডভেঞ্চার এবং এক্সারসাইজ দুটো মিলিয়ে ট্রেকিং একটি অন্য মাত্রা। ট্রেকিং শুনেই ভয় পেয়ে যাবেন না; এটি সব বয়সের জন্যই বেশ রোমাঞ্চকর অনুভূতি! প্রকৃতির কোলে আরাম আর উপভোগ্য অ্যাক্টিভিটির জন্য হিমাচল প্রদেশ এবং উত্তরাঞ্চলের নাম সবার ওপরে আসে।

একটি খুবই জনপ্রিয় ট্রেক হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যন্ত, একটি বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ছোট্ট রত্নখণ্ডটি বিশাল বিশাল পাহাড়, অ্যালপাইনের জঙ্গল দিয়ে ঘেরা, এবং এখানে স্নো লেপার্ডের মত লুপ্তপ্রায় প্রাণীও পাওয়া যাবে! অ্যাডভেঞ্চারপ্রেমীরা জম্মু-কাশ্মীরও ঘুরে আসতে পারেন, বিখ্যাত চাদর ট্রেকের জন্য, এটি একটি জ্যাংকসারে একটি বরফ জমা নদীর উদ্দেশ্যে ট্রেক।

আর আপনি যদি ল্যাণ্ড অফ থাণ্ডার ড্র্যাগন এক্সপ্লোর করতে চান, তাহলে ড্রাক পাথ ট্রেকের জন্য আপনার ব্যাগ প্যাক করে ফেলুন। ভুটানের আসল সৌন্দর্য দেখার এটি একটি ভাল উপায়, এবং এই ট্রেকটি বেশ সহজ! জঙ্গল, সেতু দিয়ে প্রকৃতির মধ্যে মজা করতে চলুন আর নয়নভরে উপভোগ করুন সাদা-নীলে ভরা রাস্তা।

মাউণ্টেন বাইকিং – প্রকৃতির কোলে বাইক চালানো

adventure travel in india
​ Experience a new high with mountain biking

 

সুন্দর মৃদুমন্দ হাওয়া, রৌদ্রকরোজ্জ্বল আকাশ এবং সারা জীবন মনে রাখার মত রাইড – সংক্ষেপে এই হবে মাউন্টেন বাইকারদের অভিজ্ঞতা। চাপ-মুক্ত ছুটি কাটাতে চান অথবা প্রকৃতিপ্রেমী বলেই হন, উত্তর-পূর্ব ভারতে মাউণ্টেন বাইকিং করে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করে বেড়ালে সত্যিই বিস্মিত হতে হয়। সিকিম থেকে মেঘালয়, সাইক্লিংএর অপশন প্রচুর কিন্তু তারা একটাই জিনিস উপহার দেবে আপনাকে – স্বাশরোধকারী প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কাটানো একটি অভূতপূর্ব ছুটি।

এই জায়গাগুলোর ব্যাপারে লিখতে লিখতে আমার নিজেরই ইচ্ছে করছে ভারতে কোন অ্যাডভেঞ্চার ট্রিপে যেতে। আপনার করছে না? শীত প্রায় চলেই এসেছে, পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চার হলিডেতে। বিশ্বাস করুন, এই জায়গাগুলি সকলেরই মনোমত হবে। চলুন তাহলে আমাদের সঙ্গে বেরিয়ে পড়ুন আর এখুনি আপনার টিকিট বুক করুন!