ভুটানে ছুটি কাটাতে যাওয়ার জন্য আপনাকে ঠিক যা যা জেনে নিতে হবে

MakeMyTrip Blog

Last updated: Dec 6, 2017

Author Recommends

See

Thimpu: Takin, the national animal of Bhutan at the Motithang Takin Preserve
Punakha: The ‘one hundred pillar hall’ at Punakha Dzong with its exquisite murals
Bumthang: Membartsho or the 'Burning Lake', one of the biggest pilgrimage spots of Bhutan

Do

Paro: Go for the Snowman Trek, one of the most challenging and adventurous treks in the world

Eat

Binge on pancakes, noodles, rice and ema datsi at Phuenzi Diner

Click

Punakha: Visit Chimi Lhakhang to click pictures of baby monks in training
Phuntsholing: Get yourself clicked at the ornate border gate between Bhutan and India
Trongsa: Click the magnificent Black Mountains from the Trongsa Dzong

Trivia

Did you know the first foreign tourists were allowed into Bhutan in 1974?

Want To Go ? 
   

হিমালয়ের কোলে গাঁথা ভুটান দীর্ঘ সময়কাল ধরেই রহস্য-গল্প এবং লোককথায় চর্চিত হয়ে আসছে | এটি এমন একটি প্রদেশ যার সাফল্য নির্ধারিত হয় সমগ্র জাতি সমূহের  সুখের ওপর নির্ভর করে এবং যেখানে বৌদ্ধ জীবনযাত্রার মেলবন্ধন ঘটেছে  আধুনিকতার সাথে, ভুটান হল হিমালয়ের অসাধারণ দৃশ্যের আকরগৃহ, আর সেখানে রয়েছে শান্তিপ্রিয় বৌদ্ধ মন্দির এবং আনন্দপ্রিয় মানুষজন।

নিজেকে একবার সতেজ করে নেওয়ার জন্য ছুটির প্ল্যান করছেন? তাহলে আমরা বলতে পারি কি কি কারণে আপনি ভুটান যেতে পারেন|

ছুটি কাটাতে কেন ভুটান যাবেন ?

dzong-bhutan

হিমালয়ের শেষ শৈল সাম্রাজ্য ভুটান আক্ষরিক অর্থেই ’লাস্ট শাংগ্রি লা’| হিমালয়ের দিগন্তজোড়া অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, যেখানে তুষারশৃঙ্গ পর্বতরাজি ঢলে পড়েছে বিস্তীর্ণ সবুজ তৃণভূমি এবং আদিম বনবীথির কোলে| প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রয়েছে পরিষ্কার শুদ্ধ বাতাস; এবং তা মোটেই  অশ্চর্যের নয়, কারণ ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ, এই দেশ য্ত না কার্বন বাতাসে ছাড়ে তার চেয়ে বেশি কার্বণ শোষণ করে|

ভুটানে সমস্ত রকম ভ্রমণবিলাসীর জন্য আকর্ষণের পসরা সাজিয়ে রেখেছে, তাও ভারতীয়দের আনন্দিত হওয়ার জন্য রয়েছে অতিরিক্ত কারণ| কারণ, এখানে ভারতীয়রা পান ভিসা অন অ্যারাইভালের সুবিধা এবং এছাড়াও রয়্যালটি ফি-তে রয়েছে বিশেষ ছাড় (অন্যান্য দেশের নাগরিকরা এখানে দৈনিক ন্যূনতম USD 250 খরচ করে থাকেন), ফলে ভারতীয়দের জন্য এটি একটি সাধ্যের মধ্যে ছুটি কাটানোর ঠিকানা| এখানকার ভারতীয় অপ্যায়ণের মধ্যে যখনই ঢুকে পড়বেন এবং ভারতীয় মুদ্রায় লেনদেন করবেন, আপনার মনেই হবে না যে আপনি নিজের জায়গার বাইরে রয়েছেন| ভুটানীরা আপনাকে বেশ উষ্ণ অভ্যর্থনাই জানাবে, বিশেষ করে যারা হিন্দী বলতে পারেন এবং বোঝেন! প্রাচীনত্ব এবং আধুনিকতার মেলবন্ধনে  ভুটান একটি অনন্ত আকর্ষণের দেশ

কি কি করার আছে ভুটানে?

ভুটানে ঘুরে দেখার জন্য রয়েছে প্রচুর কিছু. তারই মধ্যে একটি অবশ্য দ্রষ্টব্য জায়গা হল তকত্সং পল্ফুং মন্যাস্ট্রি, যেটি টাইগর’স নেস্ট মন্যাস্ট্রি নামে জনপ্রিয়| পারো ভ্যালি থেকে 900 মিটার ওপরে পাহাড়চুড়ায় উচ্চাসনে আসীন এই মন্যাস্ট্রি থেকে আপনি দেখতে পাবেন চারিদিক ঘেরা জঙ্গল এবং উপত্যকার দৃশ্য, যা পরিকীর্ণ হয়ে রয়েছে পতপত করে ওড়া ফ্ল্যাগে|

এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যজীবন-প্রেমীদের জন্যও এক প্রমোদবন, কারণ,  মূল ভূখণ্ডের প্রায় 70% জুড়েই রয়েছে প্রকৃতির মেলা, ফলে কাছাকাছি কোন ন্যাশনাল পার্ক খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হবে না, ভুটানের জাতীয় পশু তাকিন, স্নো চীতা, ব্ল্যাক নেকেড সাঁরশ পাখি, এমনকি বাঘ ও দেখতে পাওয়া যাবে! অ্যাডভেঞ্চারপ্রেমীরা বেরিয়ে পড়তে পারেন লং হাইক, ট্রেকিং, রক ক্লাইম্বিং, কেয়াকিং ফিশিং বা আরও অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে| এছাড়াও রয়েছে জিভে জল আনা ভুটানী খাবার-দাবার| আপনার রসনা তরতাজা হয়ে উঠবে যখন দেখবেন শুধু চিলির-ই আচার নয় বরং তা রয়েছে আপনার পুরো খবারেই ।

ভুটান যাওয়ার সেরা সময় কোনটি?

bhutan-a-safe

সারা বছর-ই ভুটান যাওয়া যায়, তবে সেরা সময় হল বসন্তকাল  (এপ্রিল থেকে জুলাই) অথবা শরত্‍ কাল (সেপ্টেম্বর থেকে নভেম্বর)| এই সময় প্রচুর পর্যটক এখানে আসেন এখানকার তেশাস ফেসটিভ্যালের (নৃত্যোত্‍সব) জন্য| ট্রেকাররা, অথবা যারা শুধুমাত্র বেড়াতেই গেছেন – সকলেরই মার্চে এবং মে মাসের মধ্যে ভ্রমণ করা উচিৎ, কারণ এই সময় সব পাহাড় ফোটা ফুলে ভরে যায়  অথবা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, এই সময় পাহাড়ের দৃশ্য সবচেয়ে বেশি উপভোগ্য, এমনকি বর্ষাকাল- জুলাই-আগস্ট মাসও ভাল সময়, এই সময় বৃষ্টি হয় বটে এখানে, তবে তা হালকা, আপনার ভ্রমণে ব্যাঘাত ঘটবে না|

কিভাবে ভুটানের সেরা হলিডে প্যাকেজ বেছে নেবেন?

আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী নানান প্যাকেজ রয়েছে| আপনি বেছে নিতে পারেন হানিমুন/রোম্যাণ্টিক প্যাকেজ, পরিবারের জন্য প্যাকেজ অথবা তরুণ হৃদয়ের ব্যক্তিদের জন্য প্যাকেজ| এছাড়াও এমনও প্যাকেজ রয়েছে যা একসাথে অনেক পরিষেবা দেবে এবং নিজের মত করে ভুটান এক্সপ্লোর করতে আগ্রহীদের জন্য কাস্টমাইজ করার মত প্যাকেজও উপলব্ধ| সরাসরি ফ্লাইট কানেক্টিভিটি যুক্ত প্যাকেজও রয়েছে, বিশেষ করে মুম্বাই, ব্যাঙ্গালোর এবং অমেদাবাদ থেকে| যেই ফ্লাইটেই যান না কেন, ভুটানের ওপর দিয়ে যাওযার সময় মাউণ্ট এভারেস্ট এবং মাউণ্ট কাঞ্চনজঙ্ঘা সহ হিমলয়ের শৈল শিখরের নৈসর্গিক স্বাশরোধী সৌন্দর্য যেন কোনভাবেই মিস করবে না| নানান ধরনের থাকার ব্যবস্থাও রয়েছে ভুটানে| কোন নির্জন জায়গায় অদ্ভূত কোন হোটেল বা শহরের বুকে কোন বিলাসবহুল হোটেল – সমস্ত হোটেল থেকেই পাবেন ল্যাণ্ড অফ দ্য থাণ্ডার্রিং ড্র্যাগনের অবাক করা দৃশ্য|

Packages starting from INR 16,489*

Book Your Bhutan Holiday Package Here!

*Prices may vary