চনমনে এবং ভাল সময় কাটান: দিল্লীর কাছাকাছি উইক-এণ্ড কাটানোর বিলাসবহুল জায়গা

Malavika Mandapati

Last updated: Jun 15, 2017

Want To Go ? 
   

 

ভারতের সবথেকে বেশি অভিজাত শহরগুলির তালিকায় অনেক উপরে জায়গা করে নিয়েছে নতুন দিল্লী। দিল্লীর বেশ কিছু সম্ভ্রান্ত জায়গায় গিয়ে আপনি রাজকীয় অনুভূতি পাবেন। দিল্লীর বিপুল জনসংখ্যার কারণে বাড়ন্ত শহুরে হট্টগোল থেকে বেরিয়ে শান্তির সন্ধান পাবেন এখানকার কিছু চমকপ্রদ উইক-এণ্ড কাটানোর জায়গায়।

আপনার জন্য প্রস্তুত করা হল দিল্লীর সেরা উইক-এণ্ড কাটানোর জায়গার তালিকা।

1. নিমরাণা ফোর্ট প্যালেস, নিমরাণা                                                                                                                                                                             

neemrana-weekend-getaway
                                                                                                                                                                                   Image credits- Archit Ratan Flickr

 

ছবি সৌজন্যে- অর্চিত রতন ফ্লিকর

নিমরাণা ফোর্ট প্যালেস হল দিল্লীর কাছে ভারতের অভিজাত রিসোর্টগুলির মধ্যে অন্যতম এবং উইক-এণ্ডে বেড়াতে যাওয়ার জন্য একেবারে আদর্শ জায়গা! নিমরাণাতে আপনি রাজস্থানের সমৃদ্ধ সংস্কৃতির মধ্যে নিজেকে চিন্তা-মুক্ত করে শান্তিতে থাকার সুযোগ পাবেন। এখানে পাহাড় চূড়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এই শহরের লোভনীয় খাবারের স্বাদ গ্রহণ করে, রিসোর্টেই নানান ধরণের স্থানীয় গান শুনে ও নাচ দেখে দিব্যি কাটাতে পারেন একটি উইক-এণ্ড।

খরচ: রুমের ভাড়া রাত প্রতি ₹ 6000 থেকে শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছবেন: দিল্লী থেকে মাত্র 130 কিমি দূরে অবস্থিত এই নিমরাণা ফোর্টে সবচেয়ে সহজে পৌঁছানো যায় সড়ক-পরিবহনের মাধ্যমে। আপনি নিজের গাড়ি অথবা ট্যাক্সি নিয়ে NH8 দিয়ে মোটামুটি 2 ঘণ্টা 40 মিনিটে পৌঁছে যেতে পারেন এখানে।

নিমরাণা ফোর্ট প্যালেস বুক করুন

Book Your Stay at Neemrana Fort PalaceBook Your Stay at Neemrana Fort Palace

2.  হিল ফোর্ট, কাসরোলি

সবুজ শষ্য-ক্ষেত দিয়ে ঘেরা হিল ফোর্ট থেকে আপনি পাহাড়ের ওপর সূর্যকে উঁকি দিতে দেখতে পাবেন। চতুর্দশ শতাব্দীতে নির্মিত এই ফোর্টটিকে চরমতম আভিজাত্যে মুড়ে পুনর্নির্মাণ করা হয়েছে; ঘরগুলি দুর্লভ প্রাচীন আসবাব দিয়ে সাজানো, হলঘরের দেশীয় শ্বেত-ধনুকাকৃতি এবং মধ্যযুগীয় ঘরানার নিজস্ব আলাদা রাজকীয় আদল রয়েছে। চারিদিকে ঘুরে ঘুরে আপনি সরষের ক্ষেতই দেখুন, বা উটের পিঠে চড়ে কাসরোলির বিশ্ব-খ্যাত সূর্যাস্তই উপভোগ করুন – হিল ফোর্টের আপনার কোন অভিজ্ঞতাই অসাধারণ বই সাধারণ হবে না।

খরচ: রুমের ভাড়া রাত প্রতি ₹ 6000 থেকে শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছবেন: দিল্লী থেকে মাত্র 175 কিমি দূরে এই গন্তব্যে সড়ক-পথে আলোয়ার-ভিওয়াদি রোড দিয়ে পৌঁছতে গড় সময় লাগে 3 ঘণ্টা 45 মিনিট। অথবা আপনি মাথা পিছু ₹840 থেকে ₹ 1200 খরচে ট্রেনযোগেও তিন ঘণ্টায় পৌঁছে যেতে পারেন ।

এখুনি বুক করুন হিল ফোর্ট

​​Book Your Stay at Hill FortBook Your Stay at Hill Fort 

3. ট্রি হাউস হাইড অ্যাওয়ে – বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড়

tree-house-getaway

 

ট্রি হাউস হাইড অ্যাওয়েতে বাড়ির বাইরেও একটি স্নিগ্ধ বাসস্থান উপভোগ করার সুযোগ পাবেন। আধুনিকতা এবং পরম্পরার সমন্বয়ে তৈরি ট্রী হাউস রুমের মধ্যে কাটিয়ে আসুন আপনার একটি উইক-এণ্ড অথবা রিসোর্টের বাসিন্দা সরীসৃপ এবং পাখিদের সঙ্গে উপভোগ করুন বন্যজীবনকে। যারা একটু রোম্যাণ্টিক জায়গার খোঁজ করছেন, তারা, তারাভরা আকাশের নীচে মাচাতে বসে জলের ধারে অসংখ্য পশুপাখির আনাগোনা দেখতে পারেন। সাইক্লিনিং, পিকনিক, গ্রাম-ভ্রমণ এবং স্থানীয় শিল্পীদের সঙ্গে ওয়ার্কশপ ইত্যাদি করে একটি নির্ঝঞ্ঝাট আরামপ্রদ উইক-এণ্ড কাটাতে পারেন। ওয়াইল্ডলাইফ নিয়ে উত্‍সাহীরা সামনের দিকে মুখ করা উঁচু সীটে বসে জঙ্গলের আরও ভেতরে বাঘ দেখতে পাওয়ার আশা নিয়ে জীপে টাইগার সাফারি করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: আগে থেকে বুক করুন, এখানে মাত্র তিনটিই ট্রি হাউস আছে।

খরচ: এক দিনের খাবার এবং একটি জীপ সাফারি রাত প্রতি ₹ 27,000 থেকে শুরু। (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

এখানে কিভাবে পৌঁছবেন: দিল্লী থেকে 800 কিমি দূরে অবস্থিত এই বান্ধবগড় ন্যাশনাল পার্কে পৌঁছানোর একাধিক উপায় আছে। আপনি দিল্লী থেকে সরাসরি জবলপুরের ফ্লাইট বুক করতে পারেন (সাড়ে চার ঘণ্টা) এবং তারপর হোটেল পর্যন্ত ট্যাক্সি নিয়ে নিন। অথবা আপনি ট্রেনেও যেতে পারেন; দিল্লী থেকে ঘন ঘন ছাড়ে গোণ্ডওয়ানা এক্সপ্রেস এবং মহাকৌশল এক্সপ্রেস।

এখুনি বুক করুন ট্রি হাউস হাইড অ্যাওয়ে

Book Your Stay at Tree House HideawayBook Your Stay at Tree House Hideaway

4. সর্বাণী হিলটপ, নৈনিতাল

বিস্তৃত সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত সর্বাণী হিলটপ হল হিমালয়ের ফ্লোরা এবং ফনা দিয়ে ঘেরা চারজনের জন্য হাল ফ্যাশনের দ্রব্যাদি দিয়ে সাজানো একটি রিসোর্ট । রিসোর্টের চারিদিকের নির্জনতা আপনাকে নিমজ্জিত করে রাখবে সবুজ পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্যে। নৈনিতালের কেন্দ্রস্থল দিয়ে যাওয়া নাম করা মাল রোডে ঘুরে বেড়াতে পারেন; এটি রিসোর্ট  থেকে মাত্র 2 কিমি দূরে। আবার লেকের ধারে, ঝিরঝিরে ঠাণ্ডা বাতাসের মধ্যে মাল রোডে সান্ধ্য ভ্রমণের মজা অন্যরকম।

খরচ: রাত প্রতি ₹ 19,000 থেকে রুম শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছবেন: দিল্লী থেকে 285 কিমি দূরে নৈনিতালে পৌঁছবার সবচেয়ে ভাল উপায় হল সড়কপথে যাওয়া; NH9 দিয়ে মোটামুটি সময় লাগে 7 ঘণ্টা 45 মিনিট। আপনি সারা রাত ট্রেনে চড়ে 7 ঘণ্টায় পৌঁছে যেতে পারেন কাঠগোদাম, এবং ওখান থেকে নৈনিতাল পর্যন্ত ক্যাব নিয়ে নিতে পারেন; সময় লাগবে 45 মিনিটের মত।

এখুনি বুক করুন সর্বাণী হিলটপ

​​Book Your Stay at Shervani HilltopBook Your Stay at Shervani Hilltop

5.  দ্য ওবেরয় উদয়ভিলাস, উদয়পুর

অবিস্মরণীয় এক অভিজ্ঞতা পাওয়ার জন্য দ্য ওবেরয় উদয়ভিলাস একেবারে যথার্থ জায়গা। নানান প্যাভিলিয়ন এবং গম্বুজে ভরা 50 একর জায়গায় ঊচ্চ মানের আর্কিটেকচার এবং সাংস্কৃতিক মহোত্‍সবে সমৃদ্ধ করে নিন। যারা রোম্যাণ্টিক কোন জায়গা খুঁজছেন, তারা লেক পিচোলর ধার ধরে অনেক দূর হেঁটে যেতে পরেন। উদয়ভিলাতে 3 টি রেস্টুরেণ্ট, 2 টি ঊষ্ণ জলের পুল  এবং বিলাসবহুল স্পা আছে; যা এই জায়গাটিকে শহুরে ব্যস্ততার মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার আদর্শ জায়গা করে তোলে।

খরচ: রাত প্রতি ₹ 29,000 থেকে রুম শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

এখানে কিভাবে পৌঁছবেন: উদয়পুরের সবচেয়ে কাছের বিমানবন্দর হল মহারাণা প্রতাপ বিমানবন্দর; এটি শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। যদি আপনি ট্রেনে যাবার কথা ভাবেন, তাহলে পেয়ে যাবেন কিছু জনপ্রিয় ট্রেন, যেমন, মেবার এক্সপ্রেস এবং গোয়ালিয়র-উদয়পুর এক্সপ্রেস, এতে আপনার সাড়ে বারো ঘণ্টা সময় লাগবে।

এখুনি বুক করুন ওবেরয় উদয়ভিলাস

Book Your Stay at Oberoi UdaivilasBook Your Stay at Oberoi Udaivilas

6.   ব্রিস কেভস, জিম করবেট

brys-caves-jim-corbett

গুহার আকারে নিখাদ প্রকৃতি এবং আধুনিক সৌন্দর্যবোধকে একসাথে মিলিয়ে দিয়ে ব্রিস কেভস আপনার জঙ্গলের অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে। এখানে আপনি পাবেন বন্যতা এবং আভিজাত্যের অনবদ্য সংমিশ্রণ; এবং এটি আপনার ব্যস্ত নগরজীবন থেকে বেরিয়ে বেড়াতে আসার একটি যথার্থ জায়গা। নির্ঝঞ্ঝাটে সময় কাটানোর আদর্শ জায়গা এই ব্রিস কেভসে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেণ্ট আছে, যেখানে আপনি ঘন জঙ্গল এবং পাখিদের স্বর্গীয় কলরবের মধ্যে শ্বাসরুদ্ধ করা পরিবেশের মাঝে পাবেন ফাইন ডাইনিংএর মজা। অ্যাভেঞ্চার–অনুসন্ধানীরা করবেট ন্যাশনাল পার্কের সবচেয়ে ঘন প্রাণী-সংখ্যাপূর্ণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম বিজরানি-তে ঘুরে আসতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: এর বিখ্যাত গুহাগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল শিবালিক কেভ, কিং কেভ, কুইন কেভ এবং দ্য গ্র্যাণ্ড ট্রি হাউস, যেটি আপনাকে আমরা বুক করার পরামর্শ দেব।

খরচ: রাত প্রতি ₹ 18,000 থেকে রুম শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছবেন: যদি আপনি ট্রেনে আসেন, তাহলে এই পার্কের নিকটতম রেলওয়ে স্টেশন হল রামনগর, যেটি পার্ক থেকে 12 কিমি। যাত্রার মোট সময় 6 ঘণ্টা 40 মিনিট।

এখুনি বুক করুন­ ব্রিস কেভস​​

7.  দ্য রয়্যাল অর্কিড ফোর্ট রিসোর্ট , মুসৌরি​

শীতকালে বিলাসবহুল উইক-এণ্ড কাটানোর যথার্থ জায়গা হল দ্য রয়্যাল অর্কিড রিসোর্ট ! অগুনের পাশে বসে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কাটান শীতল সন্ধ্যাগুলি, আর সঙ্গে রাখুন এক কাপ গরম পানীয়। একটি প্রাচীন কেল্লার আদলে তৈরি দ্য রয়্যাল অর্কিড পরিবারের সঙ্গে আবসর সময় কাটানোর আদর্শ জায়গা; একে ঘিরে রয়েছে সোনালী খিলান, 6-একরের তারা হল এস্টেট এবং বিস্তৃত সবুজ বাগান।

খরচ: রাত প্রতি ₹ 18,000 থেকে রুম শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছবেন: NH1 দিয়ে আপনি মোটামুটি 6 ঘণ্টা 50 মিনিটে পৌঁছে যেতে পরেন এখানে। অথবা এই গন্তব্যে উপলব্ধ ট্রেনগুলির মধ্যেও কোন একটি বেছে নিতে পারেন। যাই হোক, আমরা শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার পরামর্শ দেব।

এখুনি বুক করুন রয়্যাল অর্কিড ফোর্ট রিসোর্ট

Book Your Stay at Royal Orchid Fort ResortBook Your Stay at Royal Orchid Fort Resort

8.  অমরভিলাস, আগ্রা

তাজ মহলের মহিমান্বিত দৃশ্য সহ দ্য অমরভিলাস সত্যিই ঘুরে আসার মত জায়গা বটে। দৈনিক শহুরে ব্যস্ততার বাইরে বেরিয়ে আসার জন্য যথার্থ উইক-এণ্ড গেটওয়ে এই অমরভিলাস আপনাকে রাজকীয়তা ব্যবস্থার মধ্যে থকার অনুভূতি দেবে। ভাল বইএর মধ্যে ডুবে যাওয়ার জন্য বা এখানকার আঞ্চলিক গাছগাছালির মধ্যে ঊষ্ণ রোদ পোহাতে় পারেন। অতিথিরা ব্যক্তিগত গল্ফ বাগীতে করে তাজমহল যেতে পারেন এবং আবছা আঁধারে সেরে নিতে পারেন ক্যাণ্ডললাইট ডিনারও। গ্রীষ্মকালে এটি বেশ আকর্ষক, শরতের সময় মাঠগুলি লালচে বাদামী রঙের মোড়কে বেশ মনোরম লাগে, আর শীতকালে তা যেন স্বর্গ।

খরচ: রাত প্রতি ₹ 25,000 থেকে রুম শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছবেন: এখানে পৌঁছানোর সবচেয়ে সহজ সাধন হল ট্রেন; এখানে যাওয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেনটি হল 12050 গতিমান এক্সপ্রেস, যা আপনাকে মোটামুটি 50 মিনিটেই পৌঁছে দেবে! অথবা আপনি তাজ এক্সপ্রেস হাইওয়ে দিয়েও যেতে পারেন, সময় লাগবে মোটামুটি, 3 ঘণ্টা 45 মিনিট।

এখুনি বুক করুন অমরভিলাস

Book Your Stay at AmarvilasBook Your Stay at Amarvilas                               

9. দ্য টেরসেস, কানাতাল

terraces-weekend-getaway

রহস্যময় পাইনের জঙ্গলের মধ্যে অবস্থিত দ্য টেরস থেকে আপনি দেখতে পাবেন সবুজ পাহাড়ের শ্বাস রোধ করা দৃশ্য। বুটিক রিসোর্ট এই দ্য টেরসে 8টি ডিলাক্স রুম, 12টি সুপার ডিলাক্স রুম, একটি বুটিক স্পা এবং একটি লাক্সারি সুইট আছে। প্রতিটি সুইট পাহাড়ের ওপর বিভিন্ন উচ্চতায় বানানো, যাতে প্রত্যেকেই অসাধারণ জায়গার স্বাদ নিতে পারেন। আধুনিক সুযোগ-সুবিধা এবং জাঁকজমকপূর্ণ সাজসজ্জার অপূর্ব মিশ্রণে দ্য টেরস অন্যদের থেকে একেবারে আলাদা স্বাচ্ছন্দ্য প্রদান করে।

খরচ: রাত প্রতি ₹ 14,000 থেকে রুম শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছাবেন: এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি গাড়িতে বা ট্রেনে আসতে পারেন। কানাতালের সঙ্গে সংযুক্ত নিকটতম দুটি স্টেশন হল দেরাদুন এবং হৃষীকেশ; এর পর এখান থেকে আপনি রিসোর্টে পৌঁছানোর জন্য ট্যাক্সি/বাস পেয়ে যাবেন। সড়কপথেও আপনি যেতে পারেন; NH 58 দিয়ে মোট সময় লাগবে 8 ঘণ্টা 15 মিনিট।

এখুনি বুক করুন দ্য টেরস

​​Book Your Stay at The TerracesBook Your Stay at The Terraces

10. ইলবার্ট ম্যানর, মুসৌরি

1840 সালে ইংরেজদের তৈরি ইলবার্ট ম্যানর, ওক গাছ এবং বিস্তীর্ণ সবুজ অরণ্যের মধ্যে অবস্থিত একটি ইকো-ফ্রেণ্ডলি বুটিক হোটেল। এর সুইটগুলির অতুলনীয় নামের জন্য এটি বিখ্যাত, এখানকার সুইটগুলি সেইসমস্ত পথিকৃত ব্যক্তিদের নাম অনুসারে যাঁরা মুসৌরির প্রকৃত ইতিহাসের প্রতিফলনে এই শহরটির পত্তনে সাহায্য করেছিলেন। হিমালয়ের অনির্বচনীয় দৃশ্য থেকে ফোটোগ্রফাররাও পেয়ে যাবেন শ্বাসরুদ্ধকারী ছবি।

খরচ: রাত প্রতি ₹ 14,000 থেকে রুম শুরু (রুমের ধরণ অনুযায়ী পরিবর্তনশীল)

কিভাবে এখানে পৌঁছবেন: আনুমানিক 6 ঘণ্টা 50 মিনিটে আপনি সড়কপথে NH1 ধরে এখানে পৌঁছে যেতে পারেন। এছাড়া ট্রেনে যাবার বিকল্পও নিতে পারেন, এই পথে অজস্র ট্রেন যায়। যাই হোক, আমরা আপনাকে শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার পরামর্শ দেব।

Book Your Stay at Lemon Tree Tarudhan ValleyBook Your Stay at Lemon Tree Tarudhan Valley