ইনক্রেডিবল ইণ্ডিয়ার ইনক্রেডিবল হোলি

MakeMyTrip Blog

Last updated: Jul 17, 2017

Author Recommends

Do

Gujarat: Visit the Rann of Kutch on a full moon night and admire the expanse of the white salt desert stretching infinitely, Explore Dinodhar Hill, a dormant volcano and revered pilgrimage spot

Eat

Gujarat: Traditional Gujarati thali and Ganga Jamuna (fresh mixed fruit juice)

Greetings

How are you?: Kem Cho?
How much is this?: Aano su bhav chhe?
Where's the toilet?: Sauchalay kya che?

Filmy

Bollywood blockbusters "Lagaan", "Highway" and "Refugee" were shot at the Great Rann of Kutch and have made it a favourite filming location among many directors

Safety

General Inquiry: 197
Police Control Room: 25623925, 25630100

Want To Go ? 
   

হোলি এমন একটা তেওহার যার সঙ্গে জুড়ে আছে অনেক ইমোশন, এক্সাইটমেণ্ট আর একটু ভয়। প্রতি বসন্তে হয় এর উদ্‍যাপন এবং এটি হল রঙের উত্‍সব; এবং সেই মতই গোটা দেশরই সব গ্রাম-শহর গাঢ আবিরে রঙিন হয় ওঠে। হোলি হল বসন্তের শুরু আর সুশষ্যের উত্‍সব। শীতকে বিদায় জানিয়ে বসন্তের শুরু যেন গোটা বিশ্ব জুড়েই এক নতুন পর্বের শুরু, এও তার ব্যতিক্রম নয়। ফাল্গুনের শেষ পূর্ণিমার এই উত্‍সব এবার পড়েছে 27শে মার্চ।

হিন্দুদের এই পর্বটি শুধু নতুন ফসলের উত্‍সবই নয়, পুরাণ ইত্যাদিতেও এর যথেষ্ট উল্লেখ রয়েছে। গল্পটি ছোট করে বলতে গেলে, দৈত্যরাজ হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর পূজা করার অপরাধে শাস্তি দেওয়ার জন্য বোন হোলিকাকে বলেন প্রহ্লাদকে জ্বলন্ত আগুনের ওপর ধরতে। হোলিকার বর ছিল যে তিনি কখনওই আগুনে পুড়বেন না, যাইহোক, কোনভাবে এই যাত্রায় হোলিকা দগ্ধা হন এবং প্রহ্লাদ অক্ষত অবস্থায় মুক্ত হন। অনেকের মতে হোলি হল হোলিকার স্মৃতি এবং প্রহ্লাদের মুক্তির উদ্‍যাপন উত্‍সব।

হোলি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্টানই নয়; এটি খুশি-মজারও পর্ব। ছোট ছোট বাচ্চারা শহরময় ছুটোছুটি করে বেড়ায় আবীর বা জলরঙ নিয়ে, ছড়িয়ে ছিটিয়ে দেয় একে অপরের ওপর, সন্ধ্যেবেলা আগুন জ্বালানো হয় হোলিকার আত্মাহুতিকে স্মরণ করার জন্য – এভাবেই উদ্‍যাপিত হয় এই হিন্দু মহোত্‍সবটি।

বিচিত্র ভারতবর্ষের প্রতি কোণায় কোণায় নানান রকম মজার নিয়মে পালিত হয় হোলি, তার প্রতিটিই বেশ কর্ষণীয়। গুজরাটে দইয়ের একটি ভাঁড় অনেক উঁচুতে বেঁধে দেওয়া হয়, যুবকরা একে ওপরের ওপর চড়ে পৌঁছতে চেষ্টা করে ঐ ভাঁড় পর্যন্ত আর মেয়েরা তাদের ওপর রঙ ছুঁড়তে থাকে। আর যে শেষমেষ ঐ ভাঁড় পর্যন্ত পৌঁছে সেটিকে ভেঙে ফেলতে পারে তাকে “হোলি-রাজ” খেতাব দেওয়া হয়।

ভারতের অন্যান্য শহরে এই উত্‍সবে শুধু রাস্তাঘাট-ই নয়, আকাশ-বাতাসও রেঙে ওঠে। যেমন, কুমায়ুন, উত্তরাখণ্ডে এই উত্‍সব সঙ্গীতে মেতে ওঠে, এক খুশির আবহাওয়া তৈরি হয়। নানা ছন্দের নানা সঙ্গীত পরিবেশিত হয় সারা দিন ধরে, উত্‍সবের বাতাবরণও পাল্টে পাল্টে যায়।

ভারতের যেকোন প্রান্তেই থাকুন না কেন আপনি, সব জায়গাতেই হোলিতে মেতে ওঠেন সবাই, নিজেকে রঙে রাঙিয়ে নিতে কারও মানা নেই।

হোলির আবার একটি গূঢ় দিকও আছে, প্রকৃতিসচেতন ব্যক্তিরা আজকাল সিন্থেটিক রঙের বদলে প্রাকৃতিক রঙ ব্যবহারের দিকে জোর দিচ্ছেন। প্রাকৃতিক রঙ বলতে যেমন হলুদ থেকে টাটকা হলুদ আবীর, সুগন্ধী বাতাসের জন্য চন্দনকাঠের গন্ধ, ফুল থেকে তৈরি লাল, গোলাপী, সবুজ রঙে বাতাস ভরে উঠবে। এই সব প্রাকৃতিক রঙগুলি পরিবেশ এবং স্কিন – উভয়ের জন্যই ভাল।

কি? হোলি সেলিব্রেট করতে চান ইণ্ডিয়াতে?