ভালো হোটেল বুকিং করতে অনুসরণ করুন 5টি নির্দেশ

Mikhil Rialch

Last updated: Jun 16, 2017

এটি জেনে রাখুন, এই প্রতিবেদনটি আপনার অপছন্দের হোটেল বুকিং-এর কারণে ছুটির ভরপুর আনন্দ থেকে আপনাকে কিভাবে বঞ্চিত রাখে সেটা ব্যক্ত করে। সংক্ষেপে বলতে গেলে, আগে থেকেই সক্রিয় হোন আর সুপরিকল্পিতভাবে আপনার হোটেল বুকিং করে ছুটির মজা উপভোগ করুন। যখন হোটেল বুকিং-এর অভিজ্ঞতা দেখা হয় তখন আপনি কি করেন, তার পরিকল্পনার থেকে আপনি কি না করেন, সেই নিয়ে অনুশোচণার তালিকাটি বেশ বড়ই করে ফেলেন।

লম্বা ফ্লাইটের অবসাদ বা ভিড়ে ঠাসাঠাসি গাড়ির যাত্রার পর হোটেল এমন একটি জায়গা যেখানে আপনি সত্যিকারের আরাম পেতে পারেন যখন আপনি ছুটি কাটাচ্ছেন। আপনার একটা মজাদার লম্বা ছুটি নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র একটা খারাপ হোটেল বুকিং-এর জন্য। অবশ্যই, আপনি চাইবেন না আপনার পরবর্তী ছুটিতেও আপনার সাথে এইরকম হোক। চলুন ভালো হোটেল বুকিং-এর 5টি তথ্য আপনার সাথে শেয়ার করি।

 

লোকেশন

hotel-booking-tips

লোকেশনের কথা এলে, অবশ্যই, ভালভাবে ভেবে দেখতে হবে। যদি আপনি আপনার  ভ্রমণপথ উপভোগ করতে চান এবং এর বিষয়ে ভালো ধারণা রাখেন, তাহলে সহজেই আপনি আপনার লোকেশন খুঁজে পেয়ে যাবেন। কিছুটা সময় ম্যাপে দিন- এটা খুবই সাহায্যকারী আর হয়ত এর কারণে আপনার সুপরিকল্পিত যাত্রাপথ আরও মধুর আর মজাদার হয়ে উঠবে।

হয়ত আপনি আপনার পছন্দের জায়গায় একটা ভালো আরামপ্রিয় হোটেল বুকিং করে ফেলেছেন,  কিন্তু তারপর? ধরুণ, আপনি সম্পূর্ণ একটা অপরিচিত শহরে বা দেশে যাচ্ছেন যেখানে ইংরাজি ভাষার বেশি আদানপ্রদান নেই। হয়ত আপনার ট্যাক্সি ড্রাইভার আপনার হোটেলের লোকেশন জানে বা হয়ত নাও জানতে পারে। কোন চান্স নেবেন না। হোটেলের একটা ম্যাপ সাথে রাখুন যদি আপনি হোটেল থেকে পিক-আপ সার্ভিস না নিয়ে থাকেন।

 

নিরাপত্তা প্রথম

রিসেপ্সন ডেস্কে পেমেণ্ট করার সময় গেছে। সেই সকল বুকিং ওয়েবসাইটদের অভিবাদন যারা ক্রেডিট কার্ডকে হোটেলে থাকার মুদ্রা হিসাবে গণ্য করে। এই পদ্ধতি খুব সুবিধাজনক আর ঝামেলা মুক্ত, তবুও আমাদের ভ্রমণকারীদের ক্রেডিট কার্ড সোয়াইপ করতে ইতস্তত বোধ করার পিছনে কারণ আছে।

ইণ্টারণেটে এই ধরণের বহু সাইট আছে, এদের মধ্যে কোনটা আসল আর কোনটা আপনাকে লুটে নেবে তা বলা যায় না। আপনার কাছে অকল্পনীয় একটা ভালো অফার আছে কিন্তু তার সত্যতা নাও থাকতে পারে। আপনি ওয়েবসাইট মার্কিং চেক করার দ্বারাই নির্দিষ্ট সাইটটির বিষয়ে নিশ্চিত হতে পারেন আর আপনার নির্বাচিত ওয়েবসাইটটির সিকিওর পে ট্র্যানজ্যাকশনও চেক করতে পারেন। বেশিরভাগ নাম-করা ব্যাঙ্ক আর ক্রেডিট এজেন্সিরা কাস্টমার ট্র্যানজ্যাকশনের সত্যতার জন্য সফটওয়্যার ব্যবহার করে থাকেন। কোন সন্দেহ হলে হোটেলে ফোন করুন আর যার দ্বারা বুকিং করছেন সেটা আসল কিনা জেনে নিন। আপনার ব্যাঙ্কের ডিটেলের নিরাপত্তাকে প্রাধাণ্য দিয়ে ঘুরতে গেলে আপনি আহত হবেন না।

 

সময়ই সব

hotel-booking-tips

সাধারণত উৎসবের সময় বা কোন আঞ্চলিক অনুষ্ঠান থাকলে সেইসময় হোটেলের রুম বুকিং-এর তাড়াহুড়ো দেখা যায় আর এই সুযোগে হোটেলের ট্যারিফ বেড়ে যায়। আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি বুকিং করার সঠিক সময় জানবেন আর আগে থেকে হোটেল রুম বুকিং করার জন্য সাধারণত ভালো অফার পেতে পারেন এছাড়া আরও অনেক রিওয়ার্ড প্রোগ্রাম আছে যা আপনার অফারে আর মিষ্টত্ব প্রদান করতে পারে

মরশুমি অফার দেখতে থাকুন আর আপনার সিদ্ধান্ত তাড়াতাড়ি নিন কারণ এই অফারগুলি খুব বেশিদিনের জন্য প্রযোজ্য নয়। অনেক হোটেল আগের ট্যারিফেই ব্রেকফাস্ট বা ফ্রি ওয়াই-ফাই দিয়ে তাদের হোটেল বুক করার জন্য আকৃষ্ট করে। তাদের  আগ্রহের সুযোগ নিন আর নিজেকে একটা ভালো অফারে আবদ্ধ করুন।

 

বুকিং-এর নির্দেশিকা খুঁটিয়ে পড়ুন 

hotel-booking-tips

আপনি যে হোটেলটি বুক করেছেন সেটা কি কোন মেম্বেরশিপ দেয়? আপনি যদি কোন তৃতীয় পার্টির দ্বারা বুক করেন তাহলেও কি এটা প্রযোজ্য? যে মূল্যে আপনি রুম বুক করেছেন তাতে কি ব্রেকফাস্ট বা ফ্রি পিক-আপ সার্ভিস আছে? হোটেল বুকিং বাতিল করার কি পদ্ধতি অবলম্বন করা হয়?

অনেক কারণ আছে যার জন্য হোটেলগুলি তাদের নিয়মাবলী খুব সামান্য ব্যক্ত করে। এটা সত্যি যে এই বিষয়ে কেউ আপনাকে সাহায্য করবে না। হোটেলের অফারের বিষয়ে জানতে হলে সবথেকে ভালো কাস্টমার রিভিউ পড়া। অনেকেই তাদের  ভালো বা খারাপ অভিজ্ঞতা শেয়ার করেন যা থেকে আপনি আপনার যাত্রা সম্পর্কে ধারণা করতে পারেন। 

আপনি সব বিষয়ই নিরীক্ষণ করুন।

 

জানতে দ্বিধাবোধ করবেন না

অনেকেই বলতে পারেন যে আমরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে শঙ্কিত বোধ করি।

কিন্তু যখন একটা ভালো হোটেল বুকিং-এর কথা হচ্ছে তখন জিজ্ঞাসা করা (অন্য ভাষায়, জানতে চাওয়া) অবশ্যই দরকার কিছু একটা ভালো অভিজ্ঞতার জন্য। বেশিরভাগ হোটেলগুলি আপনার আগমন বারবার চায় আর আপনি এটা জেনে খুবই অবাক হবেন যে তারা আপনার আসার বিষয়ে কতটা আগ্রহী। রিসেপ্সন ম্যানেজারের সাথে বিনম্র ব্যবহার আপনার সামনে রেস্টুরেণ্টের ডিসকাউণ্ট বা ফ্রি স্পা-এর দ্বার খুলে দিতে পারে। এটা জেনে নিন, জিজ্ঞাসা না করাটা আপনার ভালো করবে না, তার চেয়ে স্টাফেদের সাথে ভালো বন্ধুত্ব করুন।

আশা করি, এই তথ্যগুলি মনে রেখে, আপনি আপনার পছন্দের স্থানে একটি ভালো হোটেল বুক করতে সমর্থ হবেন। কিভাবে ভালো হোটেল বুক করবেন এই বিষয়ে আরও কোন মন্তব্য থাকলে আমাদের জানাবেন।